বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে সাইন্টিফিক প্রোজেক্ট শো অনুষ্ঠিত

Biomedical Engineering Department 02 November, 2022

অদ্য ০২/১১/২০২২ তারিখ বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের BME 4200: Communicating Protocols for Engineering Equipment কোর্সের কারিকুলাম অনুযায়ী সাইন্টিফিক প্রোজেক্ট শো অনুষ্ঠিত হয়। কোর্সটির পরিচালনার দায়িত্বে ছিলেন অত্র বিভাগের চেয়ারম্যান ড. হাসান মোহাম্মদ আল-ইমরান এবং প্রভাষক মোঃ মাহমুদুল হক মিলু।

সেমিস্টারের শুরুতে সকল ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে গ্রুপ নির্বাচিত করে প্রতি সপ্তাহের কন্টিনিউয়াস ইভালুয়েশনের মাধ্যমে এই প্রোজেক্টগুলো সম্পন্ন করা হয়। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত মেডিকেল ইকুইপমেন্টগুলোর অটোমেশন করে কিভাবে টেলিমেডিসিন সেবা দেওয়া যায়, সেটাই এই কোর্সের মুখ্য উদ্দেশ্য ছিলো। শিক্ষার্থীরা তাদের এসাইন্ড মেডিকেল ইকুইপমেন্টগুলোতে বিভিন্ন ওয়্যারলেস টেলিকমিউনিকেশন প্রোটোকল যেমনঃ RFID, Bluetooth, ZigBee, Wi-fi ইত্যাদির ব্যবহার অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেখান।