বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে সাইন্টিফিক প্রোজেক্ট শো অনুষ্ঠিত

Biomedical Engineering Department 14 November, 2023

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে "Communication Protocols for Biomedical Instrumentations" কোর্সের অন্তর্গত ছাত্রদের দ্বারা তৈরীকৃত বিভিন্ন প্রকল্প প্রদর্শনী হয়। উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্স টিচার বিভাগীয় প্রধান ড. হাসান মো. আল ইমরান এবং আনিকা আনজুম, প্রভাষক, বিএমই। তাছাড়াও উক্মোত প্রকল্প প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন মো: মাহমুদুল হক মিলু, সহকারী অধ্যাপক, বিএমই এবং এস. কে. ফায়জুস সাদেকিন, প্রভাষক, বিএমই। প্রদর্শনীতে অংশগ্রহণ করে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, যেখানে চারটি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন হয়: Development of Assistive sign language devive in support of people with speech inability; User and customer interface website for maintaining and tracking record for Biomaterials and Prosthetic Lab; RFID Based automated parking system and toll collection; RFID Based revolutionizing urban mobility with pioneering smart traffic solutions . উক্ত প্রদর্শনীর মাধ্যমে প্রকল্পগুলোর ব্যবহার উপযোগিতা, স্বল্পব্যয়ে প্রস্তুত করা ছাড়াও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষকমণ্ডলী বিভিন্ন দিকনির্দেশনামুলক উপদেশসহ কিভাবে প্রকল্পগুলোতে আরো উন্নতি ঘটানো যায় সে বিষয়ে উপদেশ দেন। এছাড়াও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রকল্পগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।